প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

মো. নূর আলম

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সড়ক দুর্ঘটনায় গোপালপুরের অবসরপ্রাপ্ত মাদরাসা শিক্ষক নিহত

   
প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, ২ সেপ্টেম্বর ২০২২

ছবি - প্রতিনিধি

টাঙ্গাইলের রাবনা বাইপাসে বাস ও সিএনজি সংঘর্ষের ঘটনায়, ঘটনাস্থলেই গোপালপুর উপজেলার উত্তর বিলডগা গ্রামের বাসিন্দা চরচতিলা আলিম মাদ্রাসার অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মোঃ সাইফুল ইসলাম (৬২) মৃত্যু বরণ করেছেন।

আজ শুক্রবার বেলা এগারোটায় এ দুর্ঘটনা ঘটে, নিহত মোঃ সাইফুল ইসলাম উত্তর বিলডগা মৃত নইম মন্ডলের ছেলে, তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক ছিলেন। ২০২০ সালে চরচতিলা আলিম মাদ্রাসা থেকে তিনি অবসর গ্রহণ করেন, শারীরিক অসুস্থতা জনিত কারণে ডাক্তারের পরামর্শ নিতে সকালে সিএনজি যোগে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওয়ানা দেন।

তার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। লাশ গ্রহনের পর উত্তর বিলডগা কবরস্থানে তার মরদেহ দাফন সম্পন্ন করা হবে।

আশরাফুল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: