বঙ্গমাতা সাংস্কৃতিক জোট, সিরাজগঞ্জ জেলা শাখার কমিটি গঠন

বঙ্গমাতা সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জ জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে সাবেক সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না ও সাধারণ সম্পাদক পদে বাংলানিউজের সাংবাদিক স্বপন চন্দ্র দাসকে নির্বাচিত করা হয়েছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাতে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি শেখ শাহ আলম ও সাধারণ সম্পাদক অনুপ কুমার বড়ুয়া।
শুক্রবার (২ সেপ্টেম্বর) দ্বিতীয়বারের মতো নির্বাচিত জেলা কমিটির সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র দাস এ তথ্য নিশ্চিত করে জানান, পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য ১৫ দিনের সময় বেঁধে দিয়ে গত ১১ আগষ্ট সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করে কেন্দ্রীয় কমিটি। নির্ধারিত সময়ের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় কমিটিতে জমা দেয়া হয়। বৃহস্পতিবার ওই কমিটি অনুমোদিত হয়েছে।
সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া ৪১ সদস্য বিশিষ্ট কমিটির বাকীরা হলেন, সিনিয়র সহ-সভাপতি উল্লাপাড়া পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, সহ-সভাপতিঅ্যাডভোকেট জাহিদা সুলতানা বীথি, সহ-সভাপতি, আব্দুল মান্নান মাস্টার, প্রভাষক উত্তম কুমার সূত্রধর ও সঞ্জীব কুমার সরকার, যুগ্ন সাধারণ সম্পাদক রুবাইয়াত খান রনি, আব্দুল কাদের লিটন ও আব্দুল মমিন হান্নান, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মেহেদী পারভেজ, কৃষিবিদ মাসুম রানা ও হোসনে আরা নাসরীন দৌলা, অর্থ সম্পাদক শাহেদ সেলিম খান, দপ্তর সম্পাদক মীর মুক্তাদির, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাকিরুল ইসলাম এলিন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আসিফ করিম, সাংস্কৃতিক সম্পাদক, এস এম আরিফ, সহ-সাংস্কৃতিক সম্পাদক শান্তা সুমি।
এছাড়াও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক গাজী গঞ্জের আলী জীবন, মহিলা বিষয়ক সম্পাদক আয়েশা নাসরিন এমিলি, আইন বিষয়ক সম্পাদক মুনিরুজ্জামান নূরে এলাহী, শিক্ষা ও পাঠাগার সম্পাদক সালমা জাহান নিপা, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক বি এম মামুন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক রেজওয়ানা আফরোজ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম, যুব ও ক্রীড়া সম্পাদক লালন আশা এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সোহেল রানা রুবেল। এছাড়াও কার্যনির্বাহী সদস্যরা হলেন, আব্দুল মতিন, খিতিস চন্দ্র পাল, শিরীন শারমিন চৌধুরী, আব্দুল মুঈদ শিবলী, মঞ্জুরুল ইসলাম ডাবলু, রাজীব আহমেদ, মো: হীরা মিয়া, কে এম রফিকুল ইসলাম, বিকাশ চন্দ্র সূত্রধর, আশিক আবেদীন, সনদ কুমার, সিরাজুল ইসলাম এবং জয় দ্বীপ সূত্রধর।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: