লামায় পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে কোয়ান্টামের পাঁচ শতাধিক

বক মিলে লামা উপজেলার সরই ইউনিয়নের কেয়াজুপাড়া বাজার ও সংলগ্ন এলাকা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে। ২ সেপ্টেম্বর শুক্রবার সকালে এই স্বেচ্ছাশ্রমে কোয়ান্টাম ফাউন্ডেশন লামা সেন্টারের স্টাফদের পাশাপাশি কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের দুইশ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এছাড়াও তারা সরই ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ, সরই সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয় এবং আন্ধারি জামালপুর প্রাথমিক বিদ্যালয় পরিষ্কার করেন। সরই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জামাল উদ্দিন এবং বাজার কমিটির সদস্যরা ও সভাপতি মোঃ সেলিম এসময় একাজে অংশ নেন এবং প্রশংসা ব্যক্ত করেন।
সুসংগঠিত এই স্বেচ্ছাসেবক দলের প্রধান কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের অধ্যক্ষ সালেহ আহমেদ বলেন, ‘নিজের ঘর পরিষ্কারের পর যেমন নির্মল আনন্দ পাওয়া যায় তেমনি আমরা প্রত্যেকে আজকে এই এলাকা পরিচ্ছন্ন করে আনন্দ পাচ্ছি। এর আগেও আমরা এই এলাকায় পরিচ্ছন্নতার কাজ করেছি। এই কাজে আমাদের শিক্ষক-শিক্ষার্থীরাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে। আজকে আমরা ৪৩৫ বস্তা আবর্জনা পরিষ্কার করেছি।’
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: