দেবীগঞ্জে প্রথমবারের মতো হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে এলেন বর

প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২২, ১০:৩১ পিএম

প্রথমবারের মত পঞ্চগড়ের দেবীগঞ্জে কনেকে তুলে নিতে আসেন বর। বর কনে দেখতে হাজারও জনতার ঢল নামে। শুক্রবার ঘটনাটি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার পাবলিক ক্লাব মাঠে। হেলিকপ্টারে এসে কনে নাফিসা বিনতে নওয়াজ নেহাকে বিদায় নিলেন বর নওরোজ ফারহান নূর। দেবীগঞ্জ উপজেলা সদরে এই বিয়ের আয়োজন করা হয়েছিল। স্বল্প সময়ের জন্য বিদায় অনুষ্ঠানে ঢাকার মহাখালী দোহস এলাকার আকিজ পার্টিকেলের নির্বাহী পরিচালক হেলাল আহমেদের ছেলে নওরোজ ফারহান নূর হেলিকপ্টারে করে কনেকে নিয়ে যান।

বর ও বরের বাবা মাসহ হেলিকপ্টারটি দুপুর সাড়ে ১২টার দিকে দেবীগঞ্জ পাবলিক লাইব্রেরী মাঠে দেবীগঞ্জ থানার সামনে) নামেন। তবে অন্য বরযাত্রীরা সড়ক পথে কনের বাসায় আসেন। হেলিকপ্টার থেকে নেমে বর নওরোজ ফারহান নুর ঘোড়ার গাড়িতে করে কনের বাড়িতে যান। হেলিকপ্টারে বর আসার খবর গোটা এলাকায় ছড়িয়ে পড়লে বিভিন্ন বয়সী হাজার মানুষ ভিড় করেন। বিকেল ৪টার দিকে বরকনের বিদায় নেয়া পর্যন্ত এসব উৎসৃক মানুষ ভিড় করেন মাঠে। উৎসুক জনতার ভিড় সামলাতে পুলিশ মোতায়েন করা হয়। বিদায় বেলায় কান্নার রোল না থাকলেও বিভিন্ন ব্রান্ডের মোবাইল ফোনে ছবি ভিডিও ও সেলফি তোলার হিড়িক পড়ে। আর এই ভিড় সামলাতে দেবীগঞ্জ থানা পুলিশকে রীতিমত হিমশিম খেতে হয়েছে। ইতিমধ্যে হেলিকপ্টারে কনে নিয়ে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, বর নওরোজ ফারহান নূর ঢাকার মহাখালী দোহস এলাকার আকিজ পার্টিকেলের নির্বাহী পরিচালক হেলাল আহমেদের ছেলে। সে জাপান টোব্যাকো কোম্পানিতে চাকরি করেন। আর কনে নাফিসা বিনতে নওয়াজ নেহা জেলার দেবীগঞ্জ উপজেলার দেবীগঞ্জ বাজার পাড়া এলাকার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি নুর নেওয়াজের মেয়ে।

কনের বাবা নুর নেওয়াজ জানান, কিছুদিন আগে নওরোজের সঙ্গে পারিবারিকভাবে নাফিসার বিয়ে হয়। কনের বিদায়ের দিন ঠিক করা হয় শুক্রবার। জেলার দেবীগঞ্জে হেলিকপ্টারে চড়ে বিয়ের অনুষ্ঠান এটাই প্রথম। প্রায় চার ঘন্টা কনের বাড়িতে মধ্যাহ্নভোজসহ নানা আনুষ্ঠানিকতায় যোগ দেয়। দেবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি গিয়াসউদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক হাসনাৎজামান চৌধুরী জজ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক চিশতি। দেবীগঞ্জ পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিকসহ বিভিন্ন শ্রেণী পেশার বিয়ের দাওয়াতে অংশ নেন। গণমাধ্যম, টিভি ও সিনেমায় হেলিকপ্টারে করে বিয়ে করতে আসা বা কনেকে নিয়ে যাওয়ার বিষয়টি জানলেও এখানকার মানুষ এবার স্বচক্ষে দেখে অভিভূত।

কনের চাচা নুরে আরিফ বলেন, বিয়েতে বরপক্ষের প্রায় ৪০ জন লোক এসেছেন। এছাড়া স্থানীয়সহ আত্মীয়-স্বজন, জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে বিয়েতে দাওয়াত করা হয়। বিয়ে শেষে বিকেল ৪টার দিকে বরকনে হেলিকপ্টারে করে ঢাকায় ফিরে যান।

দেবীগঞ্জের নয়ন হোসেন জানান, হেলিকপ্টারে করে বর আসা বিদায় নিয়ে কনেকে নিয়ে যাওয়ার দৃশ্য দেখতে হাজারো মানুষ মাঠে ভিড় করে। সাইকেল ভ্যান রিকশা, কার মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনে করে লোকজন হেলিকপ্টারকে ঘিরে রাখে। লোকজনদের সামলাতে পুলিশকে হিমশিম খেতে হয়।

দেবীগঞ্জ পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক আবু বলেন, বর সেজে হেলিকপ্টার যোগে কনেকে বিদায় নিতে আসার খবরটি ছড়িয়ে পড়ায় হাজার হাজার মানুষ ভিড় করেছেন। গোটা পৌরবাসী একটি সুন্দর মুহূর্ত উপভোগ করেছি। নতুন এই দম্পতির জন্য সবার কাছে দোয়া কামনা করছি।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন বলেন, হেলিকপ্টারে বিয়ের বিষয়টি অবহিত করে থানা পুলিশকে দাওয়াত করেছে কনে পক্ষ। হেলিকপ্টার ও বরকনেকে একঝলক দেখার জন্য প্রচুর মানুষ ভিড় করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমাদের হিমশিম খেতে হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: