নেত্রকোনা মদনে বজ্রপাতে কৃষকের মত্যু

প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২২, ০৮:০৯ পিএম

নেত্রকোণার মদনে ফারুক মিয়া (৩৫) নামের একজন কৃষক মারা গেছেন। শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গঙ্গানগর লাইটের হুরি নামক বিলে মাছ ধরার সময় বজ্রপতে তার মৃত্যু হয়। ফারুক মিয়া মদন সদর ইউনিয়নের গঙ্গানগর গ্রামের মৃত জিন্নাত মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফারুক মিয়া মদন উপজেলার গঙ্গানগর গ্রামের বাসিন্দা। তিনি কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে থাকেন। প্রতিদিনের ন্যায় শনিবার সকালে লাইটের হুরি নামক বিলে মাছ ধরতে যান। দুপুরে ভারীবৃষ্টি শুরু হয়। এক পর্যায়ে বাড়িতে আসার পথে বজ্রাপাতে আহত হন। পরে স্থানী লোকজন বাড়ীতে নিয়ে আসলে সেখানেই তিনি মারা যান।

মদন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম জানান, ফারুক মিয়া নামের এক কৃষক বজ্রপাতে মারা গেছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: