প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

আব্দুল্লাহ আল ইমরান

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে মাসব্যাপি শিল্প ও পণ্য মেলা শুরু

   
প্রকাশিত: ১০:২৬ অপরাহ্ণ, ৩ সেপ্টেম্বর ২০২২

ছবি - প্রতিনিধি

বাগেরহাটে মাসব্যাপি শিল্প ও বানিজ্য মেলা শুরু হয়েছে। শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে পুলওশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর আয়োজনে বাগেরহাট শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনি অনুষ্ঠানে বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, পুলিশ সুপার কে, এম, আরিফুল হক,পুনাক বাগেরহাটের সভানেত্রী শারমিন আক্তার সোমা, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আছাদুজ্জামান, মোঃ রাসেলুর রহমান, মাহমুদ হাসান উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী এস এম আশরাফুল আলম, বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম আজিজুল ইসলামসহ পুলিশের উর্দ্ধোতন কর্মকর্তা ও পুনাকের সদস্যগণ উপস্থিত ছিলেন।

এই মেলায় বস্ত্র, খাদ্য, কসমেটিকস, খেলনাসহ বিভিন্ন পন্যের ৫০টি স্টল বসেছে। পুনাকের এই মেলা ৩ অক্টোবর শেষ হওয়ার কথা রয়েছে।

আশরাফুল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: