নামাজ শেষে ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল মুক্তিযোদ্ধার

প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২২, ১০:২৬ পিএম

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় মসজিদে নামাজ পড়ে বেরোনোর সময় মোটরসাইকেলের ধাক্কায় জমির আলী (৭০) নামের এক বীরমুক্তিযোদ্ধা মারা গেছেন। ঘটনাটি মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকেলে জুড়ী-লাঠিটিলা সড়কের হালগরা এলাকায় ঘটে। জমির আলীর বাড়ি স্থানীয় হালগরা গ্রামে। এ নিয়ে পুরো উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জমির আলী বিকেল সাড়ে চারটার দিকে জুড়ী-লাঠিটিলা সড়কের পাশে অবস্থিত হালগরা মসজিদে আছরের নামাজ পড়ে বের হন। এ সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা মেরে সড়কে ফেলে দেয়। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: