ধামরাইয়ে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন শিল্পীরা

প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২২, ০৪:১৯ পিএম

ঢাকার ধামরাইয়ে সনাতনধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপজেলায় শিল্পীরা প্রতিমা তৈরি করতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। আগামী ১ অক্টোবর মহা ষষ্ঠী পূজার মধ্য দিয়ে এবার শারদীয় দুর্গোৎসব শুরু হবে। সমগ্র ধামরাই উপজেলায় প্রায় দুই শত পূজা মন্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপন করা হয়।এর মধ্যে ধামরাই পৌরসভায় চল্লিশটির উপরে পূজা মন্ডপে শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এরমধ্যে প্রায় বেশির ভাগ পূজা মন্ডপে প্রতিমা তৈরির কাজ শুরু করা হয়েছে। ধামরাইয়ের সবচেয়ে প্রাচীন দুর্গা মন্দির ধামরাই বড় বাজার সার্বজনীন শ্রীশ্রী দুর্গা মন্দিরে শারদীয় দুর্গোৎসব এর দুর্গা প্রতিমা তৈরি করছেন তরুণ প্রতিভাবান শিল্পী দীপঙ্কর পাল।

তিনি বলেন, বৈশ্বিক মহামারী নোভেল করোনা ভাইরাস কোভিড-১৯ প্রাদুর্ভাবের বিগত দুই বছর মন্দাভাব পাড় করেছি এবার করোনার পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় অনেক গুলো প্রতিমা তৈরির অর্ডার পেয়েছি। এবার ভক্তরা আনন্দের সহিত শারদীয় দুর্গোৎসব উদযাপন করতে পারবে এবার আমাদের আয়ও বৃদ্ধি পাবে। এছাড়াও কায়েতপাড়া সার্বজনীন পূজা মন্ডপ,পূর্বকায়েতপাড়া ও পশ্চিম কায়েতপাড়া বিভিন্ন পূজা মন্ডপ,রথখোলা বিভিন্ন পূজা মন্ডপ,ধামরাই শ্রীশ্রী যশোমাধব দেবের ঐতিহাসিক যাত্রাবাড়ীর পূজা মন্ডপ,ইসলামপুর পূজা মন্ডপ,কাগুজিয়াপাড়া পূজা মন্ডপ, কুমড়াইল পূজা মন্ডপ, দক্ষিণ পাড়া কালিমন্দিরসহ বিভিন্ন পারিবারিক পূজা মন্ডপে এবার সাড়ম্বরে দুর্গা পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রায় প্রতিটি পূজা মন্ডপের দুর্গা প্রতিমা তৈরির কাজ শুরু করেছে প্রতিমা শিল্পীরা।

বড় বাজার সার্বজনীন শ্রীশ্রী দুর্গা মন্দির পরিচালনা কমিটির সভাপতি ডাঃ অজিত কুমার বসাক বলেন মায়ের কৃপায় এবার করোনা কোভিড-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় ধামরাইয়ের সকল পূজা মন্ডপের আয়োজকরা আনন্দের সহিত খোলা মন নিয়ে ব্যাপক আয়োজনে ডেকোরেশন, লাইটিং সহ অন্যান্য সাজসজ্জার মধ্য দিয়ে ব্যাপক আয়োজনের মাধ্যমে দুর্গোৎসব উদযাপন করতে পারবে।পূজার সংখ্যাও এবার বৃদ্ধি পাবে।আশা করছি পূজার আয়োজনে সরকারি কোন বিধি নিষেধ থাকবে না।সকল ভক্তরা প্রাণভরে সকল প্রতিমা আনন্দের সহিত দর্শন করতে পারবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: