‘কার্বন থামাও, আমাদের বাঁচাও’ দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২২, ০৭:০৯ পিএম

নেত্রকোনা পৌর সভার রাজুর বাজার কলেজিয়েট স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, উন্নয়ন কর্মী ও যুবরা ‘কার্বন থামাও, আমাদের বাঁচাও’ দাবিতে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) মানববন্ধনের আয়োজন করে। স্কুলের শিক্ষক, শিক্ষার্থী উন্নয়নকর্মীসহ ৩০০ শতাধিক মানুষ এতে অংশ গ্রহণ করেন। এ সময় বক্তব্য রাখেন- রাজুর বাজার কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ ও প্রাণ ও প্রকৃতি ক্লাবের সভাপতি গোলাম মোস্তফা, বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী অহিদুর রহমান প্রমুখ।

বিদ্যালয়ের শিক্ষার্থীসহ কর্মসূচিতে অংশগ্রহনকারীরা নানা রঙ্গের প্লেকার্ড, ব্যানার, ফেস্টুন নিয়ে স্কুল চত্বরে দাঁড়িয়ে জলবায়ু ন্যায্যতার দাবিতে শ্লোগান দেয়। শিক্ষার্থী ও যুবরা ‘কার্বন দুষণ থামাও, আমাদের বাঁচতে দাও, একটাই পৃথিবী, তোমাদের ভোগবিসালের কারণে বিলুপ্ত করোনা’, শিরোনামে তিন শতাধিক প্লেকার্ড প্রদর্শন করে। আমাদের আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে হবে। নিরাপদ স্থান তৈরী করতে হবে। তাই ধনী দেশের ভোগ বিলাস কমাতে হবে, জলবায়ু চুক্তি মানতে হবে, জলবায়ু ক্ষতিপূরণ দিতে হবে, কার্বন নিঃসরণ কমাতে হবে।

বক্তারা বলেন, ‘ধনী দেশের বিলাসিতা, লাভ ও লোভের কারণে প্রকৃতিতে কার্বন নিঃসরণ বাড়ছে, জলবায়ু পরিবর্তন হচ্ছে, পৃথিবী জুড়ে বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ, মানুষ জলবায়ু উদ্বাস্ত হচ্ছে, কৃষির ক্ষতি হচ্ছে, প্রাণবৈচিত্র্য কমে যাচ্ছে, জলাভুমি কমে যাচ্ছে। কিন্তু ধনী দেশের মানুষ জলবায়ু চুক্তি মানছে না। তারা মিথ্যে কথা বলছে। আমাদের ভবিষ্যত প্রজন্মকে টিকিয়ে রাখতে হলে আমাদের ভোগ বিলাস কমাতে হবে। প্রকৃতি বিরোধী কাজ বন্ধ করতে হবে। উন্নত দেশের নেতাদেরকে কার্বন নীতি মেনে চলতে হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: