মোহনগঞ্জে শৈলজারঞ্জন সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন ৯ বিচারপতির

প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২২, ০৩:০৩ পিএম

নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার বাহাম গ্রামে শৈলজারঞ্জন সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করেছেন সুপ্রীম কোর্টের আপীল বিভাগ ও হাইকোর্ট বিভাগের নয় বিচারপতি।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকালে তাঁরা সেখানে পরিদর্শনে যান। বিচারপতিদের মধ্যে ছিলেন সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি এম. ইনায়েতুর রহিম, বিচারপতি কৃষ্ণা দেবনাথ এবং হাইকোর্ট বিভাগের বিচারপতি মোঃ হাসিবুল গনি, বিচারপতি জে.বি.এম হাসান, বিচারপতি মোঃ রুহুল কুদ্দুস, বিচারপতি মোঃ আকরাম হোসেন চৌধুরী, বিচারপতি ইকবাল কবির ও বিচারপতি মোঃ খায়রুল আলম।

বিকাল সাড়ে ৪টায় তাঁরা শৈলজারঞ্জন সাংস্কৃতিক কেন্দ্রে পৌঁছালে মোহনগঞ্জের সন্তান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান তাঁদের স্বাগত জানান।

এ সময় বেপজার নির্বাহী বোর্ডের সদস্য নাফিসা বানু, মোহনগঞ্জ পৌরসভার মেয়র লতিফুর রহমান রতন, উপজেলা নির্বাহী অফিসার ছাব্বির আহমেদ আকুঞ্জি প্রমুখ উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত অনুষ্ঠানে বিচারপতি ওবায়দুল হাসান শৈলজারঞ্জন মজুমদারের জীবনী নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে বিচারপতি কৃষ্ণা দেবনাথের স্বামী ও শৈলজারঞ্জন মজুমদারের ছাত্র স্বপন দত্ত সংগীত পরিবেশন করেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: