কুবির দুই হলে ফের সংঘর্ষ

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২২, ০৪:০৩ পিএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কাজী নজরুল ইসলাম হল এবং শেখ মুজিবুর রহমান হলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। শনিবার(১০ সেপ্টেম্বর) দুপুর ২.৩০ টায় মূল ফটকের সামনে উভয় হলের মাঝে আবারও সংঘর্ষ হয়। এতে উভয় হলের মধ্যে কয়েক দফা দাওয়া পাল্টা হয়। এতে সাংবাদিকসহ উভয় হলের প্রায় ১০জন আহত হয়। কয়েকজনকে মেডিকেল নিয়ে যাওয়া হয়।

এর আগে, পূর্বের ঘটনার জের ধরে গতকাল ১২ টায় সময় বঙ্গবন্ধু হল এবং নজরুল হলের মধ্যে ইট পাটকেল নিক্ষেপ করেন। এতে শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাদাৎ মো. সায়েম, বঙ্গবন্ধু হলের ছাত্রলীগ কর্মী ইকবাল, রাকিব, অনুপ দাশ, সোহাগ, ফাহিম ও কাজী নজরুল ইসলাম হলের সাকিব হাসান দীপ, আশরাফুল রায়হান, তানভীর হোসেন সাকিব, আশিকুর রহমান, রাকিব জাহিদ, আরিফুর রহমান, ফয়সাল, ওয়াদুদ, এমরান, আবদুল্লাহ আল মাসুম ও মিজানুর রহমানসহ প্রায় ১২ জন আহত হয়।

উল্লেখ্য, শুক্রবার (৯ সেপ্টেম্বর) নামায পড়তে যাওয়ার সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্রলীগ কর্মী সেলিম রেজাকে পথ থেকে সরে দাঁড়াতে বলে কাজী নজরুল ইসলাম হল ছাত্রলীগ নেতা ও ব্যবসায় শিক্ষা অনুষদের সাংগঠনিক সম্পাদক আশরাফুল রায়হান। নামায শেষে রায়হানের কাছে বিষয়টি জানতে চায় বঙ্গবন্ধু হলের সেলিম রেজা, রিফাতসহ কয়েকজন ছাত্রলীগ কর্মী। এ সময় দুই হলের ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: