গাইবান্ধায় পাটের স্তূপে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার পাট ভস্মিভূত

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২২, ০৯:২৮ পিএম

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় অগ্নিকান্ডের ঘটনায় প্রায় অর্ধকোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিস। শনিবার (১০ সেপ্টেম্বর) বেলা সোয়া ১২ টার দিকে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার পুরাতন ফুলছড়ির হাটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ফুলছড়ি ও সাঘাটার ২টি ইউনিট ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গাইবান্ধা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক এনামুল হক জানান, বিড়ি-সিগারেটের আগুনে পাটের স্তুপে আগুনের সূত্রপাত প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

তিনি জানান, প্রথমে হাটে থাকা পাটের একটি স্তুপে আগুন লাগে। পরে পুরো হাটের পাটের স্তুপে আগুন ছড়িয়ে পড়ে। তবে, কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: