তাহিরপুরে খাদ্য বান্ধব কর্মসুচির ১৫ টাকা কেজি ধরে চাল বিক্রির কার্যক্রম শুরু

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২২, ০৩:০৫ পিএম

শেখ হাসিনা বাংলাদেশ ক্ষুদা হবে নিরুদ্দেশ এই শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার খাদ্য বান্ধব কর্মসুচির আওতায় ১৫ টাকা কেজি ধরে চাল বিক্রির কার্যক্রম শুরু করা হয়েছে। সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার বালিজুরী ইউনিয়নের আনোয়ারপুর বাজারে এ কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান কবির।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য কর্মকর্তা বিএম মুশফিকুর রহমান, খাদ্য গোদাম কর্মকর্তা মফিজুর রহমান, বালিজুরী ইউপি পরিষদের সচিব মহিতুষ চৌধুরী, সাবেক ইউপি সদস্য, আ.লীগ নেতা মিলন তালুকদার, ডিলার আব্দুন নুর এবং ইউনিয়ন পরিষদের সকল সদস্য বৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

১৫ টাকা কেজিতে চাল কিন্তে পেরে খুশি অসহায়, দরিদ্র ও দিন মজুর পরিবার গুলো। আর এই কার্যক্রম চালু করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বালিজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসাইন। তিনি বলেন, এই কার্যক্রমটি সময় উপযোগী যা প্রশংসনীয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান কবির বলেন,সরকারের গুরুত্বপূর্ণ এ কার্যক্রমে অসহায়, দরিদ্র ও দিন মজুর পরিবার গুলো উপকৃত হবে। বছরে পাঁচ মাস ১৫ টাকা কেজি দরে চাল দেওয়া হবে আর প্রত্যেক পরিবার মাসে ৩০ কেজি করে চাল কিনতে পারবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: