ফরিদপুরে সংসদ উপনেতার প্রথম জানাজায় মানুষের ঢল

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২২, ০৭:০১ পিএম

বাংলাদেশ আওয়ামী লীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য, বর্ষিয়ান রাজনীতিবিদ, মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এম পির ১ম নামাজে জানাজা সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় তার নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দা সরকারি এম এন একাডেমী মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাজার পূর্বে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর কফিনে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন বাংলাদেশ আওয়ামীলীগের পক্ষে আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মীর্জা আজম এম পি, ফরিদপুর জেলা আওয়ামীলীগ, ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকারের নেতৃত্বে জেলা প্রশাসন, ফরিদপুরের পুলিশ সুপার মোঃ শাহজাহান এর নেতৃত্বে ফরিদপুর পুলিশ প্রশাসন, নগরকান্দা উপজেলা আওয়ামীলীগ, নগরকান্দা উপজেলা প্রশাসন, নগরকান্দা পুলিশ প্রশাসন সহ বিভিন্ন সংগঠন।

এদিকে মরহুমার নামাজে জানাজায় আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মীর্জা আজম, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন,ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি শামিম হক,সাধারন সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, সংসদ উপনেতা সৈয়াদা সাজেদা চৌধুরীর কনিষ্টপুত্র শাহদাব আকবর চৌধুরী লাবু, আওয়ামী সৈনিক লীগের সভাপতি মেজর (অবঃ) আতমা হালিম, নগরকান্দা উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার,সাবেক উপজেলা চেয়ারম্যান কে এম জাহাঙ্গীর, নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার এস এম ইমাম রাজি টুলু প্রমুখ উপস্থিত ছিলেন। জানাজার নামাজে ইমামতি করেন মুফতি ইসমাতুল্লাহ কাসেমী পীর সাহেব নগরকান্দা। জানাজা শেষে বনানী কবর স্থানে দাফনের জন্য মরহুমার লাশ ঢাকায় নিয়ে যাওয়া হয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: