ইভিএম চূড়ান্ত সিদ্ধান্ত আগামী সোমবার

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক মহলে বিতর্ক থাকলেও নির্বাচনে ইভিএম ব্যবহার বাড়াতে নির্বাচন কমিশন (ইসি) ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রকল্প নিয়ে আগামী সোমবার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) নির্বাচন ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত সপ্তম ‘কমিশন সভা’ শেষে তিনি এ কথা জানান।
ইসি সচিব বলেন, তথ্য প্রযুক্তির প্রয়োগ সম্প্রসারণের লক্ষ্যে ইলেকট্রনিক ভোটিং মেশিনের ব্যবহার বৃদ্ধি ও টেকসই ব্যবস্থাপনা বিষয়ক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ এ আলোচনায় মাননীয় কমিশনাররা যাচাই কমিটিকে বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন। তবে আজকের সভায় ইভিএমের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। আজকের সভাটি স্থগিত করে দিয়েছেন। আমরা আশা করছি আগামী সোমবার পরবর্তী সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় ইভিএমের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
তিনি বলেন, ইভিএমের বাজারদর যাচাই করার জন্য কয়েকদিন আগে কমিটি করে দেয়া হয়েছিল। তারা এখনো তাদের কাজ শেষ করতে পারেনি। যাচাই শেষ হলে তারা পরবর্তী কমিশন সভায় সেটি তুলে ধরবেন। এরপর কমিশন সেটি পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
বাজার দর যাচাইয়ের কমিটি কবে করা হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,’বাজার দর যাচাইয়ের কমিটি আগেই করা হয়েছে। তারা এখনো শেষ করতে পারে নাই। এ কারণে আজকে সিদ্ধান্ত নেয়া হয় নাই। এটি আরো পর্যালোচনা করবেন। আগামী সপ্তাহে আমরা আশা করছি সোমবারের দিকে সভা বসবে তখন কমিশন সিদ্ধান্ত নিবে।’
ইভিএম মেশিনের পার্টস কোন দেশ থেকে আনা হবে সে বিষয়ে কোন কিছু বলতে নারাজ সাংবিধানিক এ প্রতিষ্ঠানের সচিব। প্রকল্পের আকার সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন,’এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয় নাই। সোমবারে যখন সভা হবে তখন ডিটেইলস জানাবো।
এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দেড় বছর আগেই কমপক্ষে দেড়শ আসনে ইভিএমে ভোট করার সিদ্ধান্ত জানিয়েছে সাংবিধানিক এ সংস্থা। সংসদের বিরোধী দল জাতীয় পার্টি বিএনপির বিরোধিতার মধ্যেই আউয়াল কমিশন এ সিদ্ধান্ত নেয়।
নাঈম/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: