রামুতে ‘চোরাই’ মোটরসাইকেলসহ ২ যুবক গ্রেপ্তার

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২২, ০২:৫৮ পিএম

কক্সবাজারের রামু উপজেলার নশিদ নগর থেকে চোরাই মোটরসাইকেলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন, উপজেলার মধ্যম কাউয়ারখোপ এলাকার জানে আলমের পুত্র সাইফুল ইসলাম এবং পূর্ব কাউয়ারখোপ এলাকার আমিন সওদাগরের পুত্র আরিফুল ইসলাম বাবু।

তথ্য নিশ্চিত করেছেন রামু থানার ওসি (তদন্ত) অরুপ কুমার চৌধুরী। তিনি জানান, ১০ সেপ্টেম্বর রাতে কাউয়ারখোপ উচ্চ বিদ্যালয় সড়ক থেকে আবু তাহের নামের এক ব্যাক্তির মোটরসাইকেলটি চুরি হয়। তার অভিযোগের ভিত্তিতে অভিযানে নামে পুলিশ। পরে রশিদ নগর ইউনিয়নের পানির ছড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় চুরি হওয়া মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: