মক্কায় তিলাওয়াত ও আজান শোনাবে রোবট

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২২, ০৫:৫০ পিএম

হাজিদের হজ প্রক্রিয়ায় সহযোগিতার জন্য সম্পূর্ণ নতুন প্রযুক্তির ব্যাবহার করছে সৌদি আরব।সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তায় (রোবট) বিনিয়োগ করছে তারা। এজন্য তারা স্ক্রিনটাচ রোবট স্থাপন করেছে। যা মসজিদুল হারামের সাপ্তাহিক রুটিন ও ধর্মীয় বিভিন্ন বিষয় সম্পর্কে জানাবে। ইবাদতের সহজতায় ব্যবহারের জন্য মসজিদুল হারামে কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট স্থাপন করা হয়েছে। রোবটগুলো পবিত্র কোরআন তেলাওয়াত এবং পবিত্র স্থানগুলোতে খুতবা পাঠ করে শোনাবে।

মূলত কৃত্রিম বুদ্ধিমত্তার এই রোবটগুলো বারকোড দিয়ে সাজানো। ব্যবহারকারীরা তা স্মার্টফোনে ডাউনলোড করতে পারবে এবং নির্দিষ্ট বাটনে চাপলে রোবট তাদের জানিয়ে দেবে কোন ইমাম নামাজ পড়াবেন, কে আজান দেবেন, এছাড়াও মসজিদুল হারামের সাপ্তাহিক শিডিউল, মসজিদের স্টাফ, জুমার খুতবা প্রদানকারী আলেমদের নামও জানিয়ে দেবে। গালফ নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, হারামাইন শরিফাইনের জেনারেল প্রেসিডেন্সির সভাপতি শায়েখ আবদুর রহমান আল-সুদাইস মেশিনগুলো উদ্বোধন করেন।

তিনি আরো জানান, প্রকল্পটির উদ্দেশ্য কেবল দুই মসজিদে অত্যাধুনিক রোবট চালু করা নয়, এটি স্মার্ট হারাম প্রকল্প বাস্তবায়নের একটি অংশ। স্মার্ট হারাম এমন এক উন্নয়ন প্রকল্প, যা সৌদি ভিশন-২০৩০ অনুযায়ী চলবে। গালফ নিউজ আরও জানিয়েছে যে সাম্প্রতিক মাসগুলোতে, মসজিদুল হারামে ধর্মীয় বিধান জানানো, জীবাণুমুক্তকরণ এবং পবিত্র কাবার ছাদ পরিষ্কার করার জন্য রোবটের ব্যবহার চালু করা হয়েছে।

এর আগে, চলতি বছর এপ্রিলের শুরুতে সৌদি সংবাদ মাধ্যম আরব নিউজ মক্কায় মুসল্লি ও ওমরাপালনকারীদের পথনির্দেশক হিসেবে রোবটের ব্যবহার সম্পর্কে জানায়। যা বাদশা আব্দুল আজিজ গেটের কাছে মসজিদুল হারাম প্রাঙ্গণে অবস্থিত। এই রোবট মসজিদুল হারামে আগতদের আরবি, ইংরেজি, তুর্কি, ফার্সি, উর্দুসহ মোট ১১টি ভাষায় সাহা্য্য করবে। এছাড়াও এগুলো জিয়ারতকারীদের বিভিন্ন দিক-নির্দেশনা. ইবাদত আদায়ের পদ্ধতি, ওমরাহ পালনের নিয়ম ও মাসআলা জানানোর জন্য সাহায্য ও নির্দেশনা দেবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: