ভাঙ্গায় ট্রেনে কাটা পরে প্রতিবন্ধী যুবক নিহত

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২২, ০৮:০৬ পিএম

ফরিদপুরের ভাঙ্গায় রাজশাহীগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পরে এক যুবক নিহতের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে ভাঙ্গা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ভাঙ্গা থেকে যাত্রা শুরু করে মধুমতি এক্সপ্রেস। ভাঙ্গা স্টেশনের কাছেই ট্রেনে কাটা পরে এক বাক প্রতিবন্ধী যুবক।

স্থানীয় ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, নিহত ঐ যুবকের বাড়ি ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামে। নিহত যুবক জান্দি গ্রামের বাসিন্দা দেলোয়ার হোসেন এর পুত্র সহিদুল ইসলাম (২৬)। সহিদুল ইসলাম বাক প্রতিবন্ধী যার কারনে তিনি ট্রেন আসার আওয়াজ শুনতে পায় নি এর ফলেই ট্রেনের নিচে কাটা পরে।

এই বিষয়ে রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ মাসুদ আলম বলেন, নিহত সহিদুল ইসলাম বাক প্রতিবন্ধী হবার কারনে ট্রেনের হর্নের আওয়াজ শুনতে পায় নি এর ফলে ট্রেনের নিচে কাটা পরে মৃত্যু হয়। পরিবারের আবেদনের কারনে ময়না তদন্ত ছাড়া সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: