সাভারে নেপেল ম্যাট্রেস কারখানার আগুন নিয়ন্ত্রণে: ছিলনা ফায়ার সার্ভিসের অনুমোদন

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২২, ০২:২৩ পিএম

ঢাকার সাভার জামশিং এলাকায় একটি ফ্যাক্টরিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে প্রায় দুই ঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালের দিকে নেপেল ম্যাট্রেস এন্ড ফোম নামের কারখানায় এ আগুন লাগার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানান, সকাল আনুমানিক সাতটা ৩০ মিনিটের দিকে কারখানাটিতে আগুন লাগার ঘটনা ঘটে। কারখানাটিতে ফোম এবং ম্যাট্রেস তৈরির বেশ কিছু কেমিক্যাল থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে খানিকটা বেগ পেতে হয়। উক্ত কারখানায় অনুমোদন ব্যতীত বিভিন্ন প্রকার কেমিক্যাল দিয়ে ফোম ও ম্যাট্রেস উৎপাদন করা হতো। উক্ত কারখানায় পরিবেশ, ফায়ার সার্ভিস সহ কোন প্রকার অনুমোদন ছিল না বলেও জানান ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

প্রাথমিকভাবে আগুন লাগার কোন সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও, কারখানাটির মালিক আবুল বাশার হাওলাদার প্রায় তিন কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন।

আবাসিক এলাকায় কোন প্রকার অনুমতি ছাড়া এ ধরনের কেমিক্যাল কারখানা গড়ে ওঠায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার বিক্ষুব্ধ জনগণ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: