নন্দীগ্রামে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১০

বগুড়ার নন্দীগ্রামে থানা পুলিশের অভিযানে ১০ জন গ্রেপ্তার হয়েছে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাতে থানার উপপরিদর্শক (এসআই) চান মিয়া একদল পুলিশ নিয়ে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কল্যাণনগর গ্রামে অভিযান চালায়।
এসময় জুয়া খেলার অপরাধে ওই গ্রামের শ্রী সুদেব চন্দ্রের ছেলে শ্রী মিঠুন চন্দ্র (৩৫), শ্রী লব চন্দ্রের ছেলে শ্রী লিটন কুমার (২১), শ্রী নিখিল চন্দ্রের ছেলে শ্রী বাসুদেব কুমার(২৫), শ্রী সুনিল চন্দ্রের ছেলে শ্রী সহদেব চন্দ্র (২২), শ্রী উপিন চন্দ্রের ছেলে শ্রী উজ্জল চন্দ্র (২৬), শ্রী অখিল চন্দ্রের ছেলে শ্রী অন্তর চন্দ্র (২২) ও শ্রীচরন চন্দ্রের ছেলে শ্রী মানিক চন্দ্রকে (২৩) গ্রেপ্তার করে।
এছাড়া থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম সঙ্গীয় ফোর্স নিয়ে কুন্দারহাট বাসষ্ট্যান্ড হতে (০৭) গ্রাম হেরোইনসহ ভাটগ্রামের মোঃ নাজিম উদ্দিনের ছেলে মোঃ নুরুল ইসলাম (৫০) ও আব্দুল জলিলের ছেলে মোঃ আবু রায়হানকে (৩৯) গ্রেপ্তার করে।
অপরদিকে ওসি (তদন্ত) আশরাফুল আলম সঙ্গীয় ফোর্সসহ গ্রেপ্তারি পরোয়ানা ভুক্ত আসামি কৈডালা গ্রামের অমেশের ছেলে মোঃ বাচ্চু মিয়াকে (৫৫) গ্রেপ্তার করে।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, গ্রেপ্তারকৃত ১০ জন ও রিমান্ডে ২ আসামিকে আজ বুধবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: