নারায়ণগঞ্জে লিঙ্গভিত্তিক সহিংসতা নিরসন ও এইচআইভি প্রতিরোধ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২২, ০৯:২০ পিএম

Orientation of Low Enforcement Agencies on HIV and GBV শিরোনামে Ministry of Health & Family Welfare এর তত্ত্বাবধানে বাস্তবায়নকারী Care BD Consortium এর উদ্যোগে নারায়ণগঞ্জ জেলা পুলিশের সমন্বয়ে লিঙ্গভিত্তিক সহিংসতা নিরসন এবং এইচআইভি প্রতিরোধ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে অদ্য ১৪ সেপ্টেম্বর, ২০২২ সকালে এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব গোলাম মোস্তফা রাসেল, পিপিএম(বার)। প্রশিক্ষণ কর্মশালায় কোর্ট ও সকল থানার নারী শিশু ডেস্কের ইনচার্জ এসআই ও এএসআইগণ অংশগ্রহণ করেন।

এছাড়াও জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কর্মশালায় এ সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর কেয়ার বাংলাদেশ এর টেকনিক্যাল কো-অর্ডিনেটর জনাব মোঃ তাজুল ইসলাম বক্তব্য উপস্থাপন করেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: