অর্থপাচারকারী ‘স্বনামধন্য’ অনেকের তথ্য আছে: প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২২, ১১:৫৩ পিএম

অর্থপাচারে জড়িত ‘স্বনামধন্য’ অনেকের তথ্য নিজের কাছে আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, সামনে অনেক অর্থ পাচারকারীর নাম আপনার জানতে পারবেন। বহু স্বনামধন্যেদের তথ্য আমার কাছে আছে। দুর্নীতি দমন কমিশন আর বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে গণভবনে সংবাদ সম্মেলনে অর্থপাচারকারীদের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে এ কথা জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, আমি সোজা কথায় বলি, অনেক স্বনামধন্যের তথ্য আমার কাছে আছে। দুর্নীতি দমন কমিশন আর বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সামনে তাদের নাম আসবে। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, অর্থপাচারকারী এমন অনেকের তথ্য আছে সেটা আপনারা লেখবেন কি না সন্দেহ। সামনে তাদের নাম আসবে, তবে আপনারা ছাপাবেন কি না সেটা আমি দেখবো। প্রধানমন্ত্রী আরও বলেন, সুইস ব্যাংকে আমরা বহু আগে ডিমান্ড পাঠিয়েছিলাম। তালিকা চেয়েছিলাম। কিন্তু তালিকা আসে নাই।

বাংলাদেশের রিজার্ভ করার বিষয়ে তিনি বলেন, ‘আর ডলার সংকট তো বাংলাদেশের একার না। এটা এখন বিশ্বব্যাপী সংকট দেখা দিয়েছে। আমেরিকা রাশিয়ার যুদ্ধের পরে যে স্যাংশন দিলো এটা দেয়ার পরে পরিস্থিতি আরও জটিল হয়ে গেল। সেখানে সংকটটা আরও বেশি দেখা দিয়েছে। তারপরেও আমি বলব, আমরা যখন ৯৬ সালে সরকার গঠন করেছিলাম, আমাদের রিজার্ভ করতো ছিল?’

করোনার সময় রিজার্ভ বাড়ার বিষয়ে তিনি বলেন, ‘করোনার সময় কোনো খরচ ছিল না, আমাদের রিজার্ভ বেড়েছে। এরপর যখন আমাদের ক্যাপিটাল মেসিনারিজ থেকে শুরু করে আমদানি যখন শুরু হয়েছে। এতে রিজার্ভ কিছু কমেছে।’

বাংলাদেশ যেখান থেকে যত ঋণ নেয়, সময়মতো পরিশোধ করে বলেও জানান শেখ হাসিনা। বলেন, ‘আমরা কিন্তু কখনই কোনো দিন ডিফল্টার হই নি। সেটা করতে গিয়েও রিজার্ভে একটু টান পড়ে। এটাও বাস্তবতা।’

এর আগে বিকেল ৪টা ১০ মিনিটে গণভবনে সংবাদ সম্মেলন শুরু হয়। শুরুতেই প্রধানমন্ত্রী লিখিত বক্তব্য পড়ে শোনান। এরপর সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: