কারাগারে বসে এসএসসি পরীক্ষা দিলেন ৩ শিক্ষার্থী

খাগড়াছড়িতে কারাগারের অফিস কক্ষে বসে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষা দিয়েছেন তিন শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সারা দেশে একযোগে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা। ওই তিন শিক্ষার্থী কারাগারের অফিস কক্ষে বসে অংশ নেয় পরীক্ষায়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা কারাগারের জেলার এ জি মাহমুদ।
পরীক্ষায় অংশ নেয়া খাগড়াছড়ি পৌরসভার কদমতলী এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে সোহাগ আলম নারী ও শিশু নির্যাতন মামলার আসামি। সে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র। সে এক মাস আগে কারাগারে আসে। আরিফুল ইসলাম হত্যা মামলার আসামি। সে পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। কয়েক দিন আগে পুলিশের হাতে আটক হয়ে জেলে গেছেন। নিপুন ত্রিপুরা হত্যা মামলার আসামি। সে মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল স্কুলের শিক্ষার্থী। এক বছর ধরে জেলে রয়েছে।
খাগড়াছড়ি জেলা শিক্ষা কর্মকর্তা উত্তম খীসা বলেন, আজ বৃহস্পতিবার সকালে তিন পরীক্ষার্থী কারাগারে বসে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। তারা যাতে নির্ধারিত সময়ে পরীক্ষায় অংশ নিতে পারে, সেজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছিল।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: