কাপ্তাই হ্রদ থেকে ভাসমান যুবকের মরদেহ উদ্ধার
প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, ১৫ সেপ্টেম্বর ২০২২

ফাইল-ছবি
কাপ্তাই হ্রদ থেকে ইলিয়াস হোসেন কাঞ্চন (৩২) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে রাঙ্গামাটির সদর উপজেলার বালুখালীর কাইন্দারমুখ এলাকাস্থ কাপ্তাই হ্রদ এ মরদেহ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে। ইলিয়াস হোসেন কাঞ্চন বরকল উপজেলার আলী আকবরের ছেলে।
বালুখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমর কুমার চাকমা বলেন, কাপ্তাই হ্রদেস্থানীয়রা মরদেহটি ভাসতে দেখে পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। এ বিষয়ে রাঙ্গামাটি কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সালাউদ্দিন/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
BD24Live.com © ২০২২ | নিবন্ধন নং- ৩২ - Developed by | EMPERORSOFT
পাঠকের মন্তব্য: