১৮৫ কেজির মাছের দাম ২৫ হাজার টাকা

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২২, ০৭:৩৯ পিএম

পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে জাহাঙ্গীর মাঝি নামে এক জেলের জালে ধরা পড়েছে সাড়ে ৪ মন ওজনের একটি পাখি মাছ। গতকাল  বুধবার (১৪ সেপ্টেম্বর) রাতে বঙ্গোপসাগরের একশবাম এলাকায় ১২ ফুট দৈর্ঘ্য এবং দেড় ফুট প্রস্থের বৃহৎ এই মাছটি ধরা পড়ে। মাছটির ওজন ১৮৫ কেজি। আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে মাছটি মহিপুর মৎস্য বন্দরের আড়তে নিয়ে আসা হয়।

তবে বর্তমান বাজারে এই মাছের চাহিদা নেই। তাই মাছটি মাত্র ২৫ হাজার টাকায় কিনে নেন ইউনুস বয়াতী নামে এক মাছ ব্যবসায়ী। জাহাঙ্গীর মাঝি বলেন, বুধবার বঙ্গোপসাগরের একশবাম এলাকায় মাছটি জালে ধরা পড়ে। মাছটি বড় হওয়ায় ট্রলারে তুলতে অনেক কষ্ট হয়েছে।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এ মাছ সাধারণত গভীর সাগরে বিচরণ করে। দ্রুতগামী বেশী ওজনের এ মাছ সচারচার ধরা পড়ে না।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: