প্রথমার্ধ শেষে ৪ গোলে এগিয়ে সাবিনারা

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২২, ০২:৪৫ পিএম

নারী সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে ভুটানের বিপক্ষে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছে বাংলাদেশ। প্রথমার্ধ শেষে ৪-০ গোলে এগিয়ে আছেন সাবিনারা। আজ শুক্রবার (১৬ সেপ্টেম্বর) নেপালের কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে দুই দল। ম্যাচের দ্বিতীয় মিনিটে সিরাত জাহান স্বপ্নার গোলে এগিয়ে যান লাল-সবুজরা। ১৮ মিনিটে গোল ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক সাবিনা।

পরবর্তীতে ৩০ মিনিটে কৃষ্ণা রানী সরকারের গোলে ৩-০-তে এগিয়ে যায় বাংলাদেশ। আর ৩৮ মিনিটে ঋতুপর্ণা চাকমার গোলে ৪-০ লিডে এগিয়ে থেকে বিরতিতে যায় গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা।

এর আগে সেমিফাইনালে নেপালকে এড়াতে চেয়ে সফল হয়েছে বাংলাদেশ এজন্য গ্রুপের শেষ ম্যাচে ভারতকে হারানোর প্রয়োজন ছিল, সাবিনা খাতুনরা শক্তিশালী ভারতকে ৩-০ গোলে হারিয়ে লক্ষ্যপূরণ করেছেন। এখন সামনে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ ভুটান।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: