কণ্ঠশিল্পী আকবরের পা কেটে ফেলতে হতে পারে

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২২, ০৫:৩৯ পিএম

কণ্ঠশিল্পী আকবরকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয় তাকে। গতকাল বৃহস্পতিবার তার ডান পায়ে একটি অস্ত্রোপচার হয়েছে। কিন্তু এতে তার ডান পা হারানোর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তার স্ত্রী। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) চিকিৎসকের বরাত দিয়ে এসব কথা বলেন আকবরের স্ত্রী কানিজ ফাতেমা।

গত মে মাসে আকবরের পায়ের অস্ত্রোপচার করা হয়। তারপর বেশ ভালো ছিলেন তিনি। মাঝের চার মাসে স্টেজ শো পর্যন্ত করেছেন। আকস্মিকভাবে তার পায়ে পানি জমতে থাকে। তারপর আবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

কানিজ ফাতেমা বলেন, গতকাল ১৮ জন ডাক্তার মিলে বোর্ড মিটিং করেছেন। তারা জানিয়েছেন, এবার শারীরিক অবস্থা বেশি খারাপ। ডায়েবেটিস নিয়ন্ত্রণে থাকে না, কিডনির অবস্থা ভালো নয়; ডায়ালাইসিস করাতে হবে।

কানিজ ফাতেমা বলেন, আকবরের পায়ে পচন ধরেছে। গতকাল একটি অস্ত্রোপচার হয়েছে। পায়ের পচন হাড় পর্যন্ত পৌঁছে গিয়েছে। ডাক্তার বলেছেন, হয়তো পা কেটে ফেলতে হবে। কারণ জীবাণু হাড় পর্যন্ত পৌঁছে গেছে। পা এখান থেকে কেটে না ফেললে তা ছড়িয়ে পড়বে। ডাক্তাররা নানাভাবে বিষয়টি দেখছেন, দেখা যাক কি হয়। আপনারা ওর জন্য দোয়া করবেন। যাতে ও সুস্থ হয়ে আবার বাসায় ফিরতে পারে।

এসব সমস্যা ছাড়াও আকবরের শরীরে সোডিয়াম, হিমোগ্লোবিন, ক্যালসিয়ামের মাত্রা কমে গিয়েছে বলেও জানান কানিজ ফাতেমা।

উল্লেখ্য, তোমার হাত পাখার বাতাসে গানটি গেয়ে মাত করেছিলেন রিকশা চালক আকবর। ইত্যাদির মাধ্যমে উঠে আসা এই শিল্পী রাতারাতি পরিচিতি পেয়ে যান। সেই সময়টা বেশ ভালোই কাটছিল তার। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে অর্থনৈতিক সংকটে পড়েন তিনি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: