চীনের বহুতল সরকারি ভবনে ভয়াবহ আগুন

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২২, ০৫:৪৩ পিএম

চীনের মধ্যাঞ্চলীয় শহর চাংশায় একটি বহুতল ভবনে বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার ১৬ (সেপ্টেম্বর) দেশটির, রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে দ্য গার্ডিয়ান।

ওই প্রতিবেদনে বলা হয়, ঘটনাস্থল থেকে ঘন ধোঁয়া বের হচ্ছে, এবং কয়েক ডজন মেঝেতে ভয়াবহ ভাবে আগুন জ্বলছে। অগ্নিনির্বাপক কর্মীরা আগুন নেভাতে এবং ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু করেছে বলেও জানা গেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়েছে। যেখানে রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিকমিউনিকেশন কোম্পানি চায়না টেলিকমের একটি অফিস ছিল। সিসিটিভি দ্বারা প্রকাশিত একটি ফটোতে দেখা গেছে যে শহরের একটি বিল্ট-আপ এলাকায় বিল্ডিংটির ভেতর দিয়ে আগুন জ্বলছে, কালো ধোঁয়া আকাশে উড়ছে।

একটি স্থানীয় নিউজ আউটলেট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওতে টাওয়ারের বাইরের অংশটি কালো দেখায়। হুনান প্রদেশের রাজধানী চাংশার জনসংখ্যা প্রায় এক কোটি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: