ইবিতে ফটোগ্রাফি কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২২, ১০:৪৬ পিএম

আবু হুরাইরা, ইবি থেকে: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ফটোগ্রাফি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১ টায় ইবি ফটোগ্রাফি সোসাইটির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ভবনের ৬২৬ নং কক্ষে এটি অনুষ্ঠিত হয়।

সংগঠনটির সদস্য আনিসুর রহমানের সঞ্চালনায় কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ফটোগ্রাফিক ইন্সটিটিউটের পরিচালক শহীদুজ্জামান বাদল, দ্যা ডেইলি গ্লোবাল ন্যাশনের ফ্রিল্যান্স ফটো জার্নালিস্ট শারমিন জামান ও বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের ডেপুটি রেজিস্ট্রার (ফটোগ্রাফি) শেখ আবু সিদ্দিক রোকন। স্বাগত বক্তা ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক নাসির উদ্দীন আবির।

সংগঠনটির সভাপতি এনামুল রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন সংগঠনটির উপদেষ্টা আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মন্ডল ও সহকারী প্রক্টর শরিফুল ইসলাম জুয়েল। এছাড়াও সংগঠনের অন্যান্যরা অনুষ্ঠানে অংশগ্রহন করেন।

দিনব্যাপী এ কর্মশালায় প্রশিক্ষকরা ফটোগ্রাফির ইতিহাস, ঐতিহ্য, ভূমিকা, ফটো তোলার কৌশল নিয়ে আলোচনা করেন। শেষে কর্মশালায় অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: