শাহজাদপুরে শারদীয় দূর্গাৎসবের প্রস্তুতিমূলক সভা

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২২, ০২:৫৪ পিএম

সিরাজগঞ্জের শাহজাদপুরে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহত ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় হলরুমে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে এ সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ, শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম মৃধা, এনায়েতপুর থানার ইন্সেপেক্টর (তদন্ত) মোঃ আসলাম হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিনয় কুমার পাল, সাধারণ সম্পাদক বিমল কুন্ডু, সাংগঠনিক সম্পাদক বাসুদের কুমার, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন বসাক, সাধারণ সম্পাদক মানিক সরকার প্রমূখ।

এছাড়াও ইউনিয়ন পরিষদের চেয়াম্যান ও উপজেলার ৯১টি মন্ডপের কর্মকর্তরা এসময় উপস্থিত ছিলেন। বক্তরা শারদীয় দূর্গাৎসব পালনে নানা সমস্যার কথা তুলে ধরে সে সমস্যা ও প্রতিকূলতা দূর করে সরকারের নিয়মনীতি মেনে শারদীয় দূর্গাৎসব পালনের ব্রতী হন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: