প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

সোহেল রানা

সিরাজগঞ্জ প্রতিনিধি

কাজিপুরে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

   
প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, ১৭ সেপ্টেম্বর ২০২২

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের কাজিপুরে বিদ্যুৎস্পৃষ্টে অঞ্জনা বেগম (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের হাটশিরা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অঞ্জনা বেগম হাটশিরা পঞ্চিমপাড়া গ্রামের আবু তাহেরের স্ত্রী।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কুমার দত্ত জানান, রাইস কুকারে ভাত রান্না করতে গিয়ে বৈদ্যুতিক প্লাগে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। স্বজনরা তাকে আহতবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অঞ্জনাকে মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের স্বজনরা কোনো অভিযোগ না করায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শাকিল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: