খাবার না দিয়ে শুধু খালি প্যাকেট সরবরাহ, জরিমানা গুনলো অর্ধলাখ

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২২, ০৫:২৯ পিএম

অর্ডার করা খাবার না দিয়ে শুধুমাত্র খাবারের প্যাকেট সরবরাহ করেছে নারায়ণগঞ্জ শহরের মেট্রো হল এলাকায় সুন্দরবন নামের একটি রেস্তোরাঁ। ওই ঘটনায় অভিযুক্ত রেস্তোরাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

আজ সোমবার (১৯ সেপ্টেম্বর)  দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান এই জরিমানা করেন।

তিনি জানান, আমাদের কাছে অভিযোগ ছিল সুন্দরবন নামের একটি রেস্তোরাঁ অনলাইনে অর্ডার করা খাবার না দিয়ে শুধু খালি প্যাকেট সরবরাহ করে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করে। পরে অভিযান পরিচালনা করে অভিযোগের সত্যতা পাওযা যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: