সাফ চ্যাম্পিয়নশিপ জয়ে শেরপুরে আনন্দ মিছিল

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২২, ০৯:৫২ এএম

বাংলাদেশের মেয়েরা প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ জেতায় শেরপুরে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টায় খোয়ারপাড় শাপলা চত্ত্বর স্পোর্টিং ক্লাবের সদস্যরা এই বিজয় মিছিল করেন।

সুত্র জানায়, শেরপুর পৌরশহরের খোয়ারপাড় শাপলা চত্ত্বরে জড়ো হয়ে বাধ ভাঙ্গা উল্লাসে মেতে উঠেন ক্লাব সদস্যরা। এসময় তারা এক বিজয় মিছিল বের করেন। এ সংগঠনের তাজউদ্দিন দিপু বলেন, আমাদের মেয়েরা দারুণ খেলেছে। আমরা চাই সব ধরনের খেলায় জয় আনুক দেশের খেলোয়াড়রা। আর প্রতিটা জায়গায় আমাদের সাফল্য ছিনিয়ে আনুক তারা। খেলার মাধ্যমে বাংলাদেশের সুনাম সারা বিশ্বে ছড়িয়ে দিক।

বিজয় মিছিলে আসা রকিবুল হাসান পাপুল বলেন, বাংলাদেশের মেয়েরা এবার দুর্দান্ত জয় পেয়েছে। আমাদের মেয়েরা সাফ জয় করে প্রমাণ করেছে আমরাই সেরা।

মাহিম মিয়া বলেন, আমাদের মেয়েদের জয় মানে আমাদের জয়। এই বিজয়ে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। তাই আমরা এ জয়ের জন্য আজ আনন্দ মিছিল করছি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: