মেক্সিকোতে ৭.৬ মাত্রায় ভুমিকম্প, নিহত ১

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২২, ১১:০৬ এএম

মেক্সিকোর পূর্বাঞ্চলে ৭.৬ মাত্রার ভয়াবহ ভুমিকম্পে ১ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সোমবার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টায় এ কম্পন অনুভুত হয়। তাৎক্ষনিক মেক্সিকোর পশ্চিম উপকূলের কিছু অংশে সুনামির সতর্কতা জারি করা হয়। ভূমিকম্পের কারণে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মাঝে।

যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, মাটির ১৫ কিলোমিটার গভীরে এই ভুমিকম্পে উৎপত্তিস্থল ছিলো। মিচোয়াকান ও কোলিমা রাজ্যের সীমান্ত এলাকা ছিল ভূমিকম্পনের কেন্দ্রস্থল।

এ ঘটনার পর মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর এক ভিডিও বার্তায় বলেছেন, প্যাসিফিক বন্দর মানজানিলোতে দোকানের দেয়াল ধসে এক জনের মৃত্যু হয়েছে।

প্রসঙ্গত, মেক্সিকোর রাজধানীতে ১৯৮৫ ও ২০১৭ সালের এই দিনে ভূমিকম্প আঘাত হেনেছিল। এতে হাজার হাজার মানুষ মারা যান। তাদের স্মরণ করার দিনেই আবার দেশটি ভূমিকম্পে কাঁপলো।সূত্র: আল-জাজিরা

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: