এলিভেটেড এক্সপ্রেসওয়ের শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২২, ১২:৪৫ পিএম

নিয়িমিত বেতন না দেওয়ায় রাজধানীর তেজগাঁও এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন এলিভেটেড এক্সপ্রেসওয়ের শ্রমিকরা। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল থেকেই কাজ বন্ধ করে এ আন্দোলন করছেন তারা।

ডিএমপির তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ওসি জানান, শ্রমিকদের আন্দোলনকে ঘিরে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। আমরা তাদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।

শ্রমিকদের অভিযোগ, বেতন নিয়মিত দেন না ঠিকাদার প্রতিষ্ঠান। এ বিষয়ে কথা বললে তাদের নির্যাতন করা হয়। বেতন দিলেও নানা অজুহাতে টাকা কাটা হয়।এ অবস্থায় দ্রুত বকেয়া বেতন পরিশোধসহ প্রতি মাসে নিয়মিত বেতন দেওয়ার দাবি জানান শ্রমিকরা। কোনো অজুহাতে বেতন না কাটাসহ দাবি মানলেই কাজে ফেরার কথা জানান তারা।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: