ইবিতে আবৃত্তি আবৃত্তির নবীণ বরণ অনুষ্ঠিত

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২২, ০৩:৫৬ পিএম

আবু হুরাইরা, ইবি থেকে: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সাংস্কৃতিক সংগঠন আবৃত্তি আবৃত্তির নবীণ বরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি’র ১১৬ নং কক্ষে এটি অনুষ্ঠিত হয়।

সংগঠনটির সভাপতি নুরুল্লাহ মেহেদীর সভাপতিত্বে অতিথি ছিলেন, সংগঠনটির উপদেষ্টা ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মিয়া রাসিদুজ্জামান, পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন, ইবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম। এছাড়াও সংগঠনটির অন্যান্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির সদস্য নওশীন পর্ণিনী সুম্মা। অনুষ্ঠানে নবীন সদস্যদের ফুল দিয়ে বরণ ও সেরা সংগঠক, সেরা প্রশিক্ষকদের ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠান শেষে আগামী এক বছরের জন্য সংগঠনটির নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে বাংলা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের নাঈমা পারভীন নীলাকে সভাপতি ও উন্নয়ন অধ্যায়ন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের হায়াতে জান্নাতকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। সংগঠনটির উপদেষ্টা পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন এ কমিটির অনুমোদন দেন।

১৬ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস মিরা, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম আজম শোভন, সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, অর্থ সম্পাদক জান্নাতুল ফারজানা, দপ্তর সম্পাদক দীপেন রায়, অনুষ্ঠান সম্পাদক গোলাম রব্বানী, সাহিত্য সম্পাদক নীরব বিশ্বাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক জান্নাতুল ইসবা বিথী, প্রযুক্তি বিষয়ক সম্পাদক রুকাইয়া জান্নাতী রুকু, সহ- প্রযুক্তি বিষয়ক সম্পাদক নওশীন পর্ণিনী সুম্মা।

কার্যনির্বাহী সদস্যরা হলেন তাসফিয়া সাফ্ফাত, আবদিম মুনিব ও সামিহা খান চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে সংগঠনটির সংবিধান অনুযায়ী ৮ জনকে স্থায়ী সদস্য পদ দেওয়া হয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: