দোহারে বিনামূল্যে স্বাস্থ্য সেবা

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২২, ০৭:৪৮ পিএম

ঢাকার দোহার উপজেলায় বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকাল ৫টা থেকে উপজেলার ইমামনগর-নয়ানগর ত্রিকান্তী সংঘ প্রাঙ্গণে ভিশন অফ বাঙ্গালী খ্রিস্টান সোসাইটি এর আয়োজন করেন। চিকিৎসা সেবা প্রদান করেন নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হরগোবিন্দ সরকার অনুপ। এতে শিশু বৃদ্ধসহ শতাধিক মানুষের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, বাত, ব্যাথা, জ্বর রোগের চিকিৎসা করে ব্যবস্থাপত্র প্রদান করাসহ বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

ভিশন অফ বাঙ্গালী খ্রিস্টান সোসাইটি এর ভিশন অফ বাঙ্গালী খ্রিস্টান সোসাইটির সদস্য অমল মিল্টন রোজারিও ও রবার্ট রবিন রোজারিও, ক্লাবের সভাপতি কর্নেলিয়াস সরোজ গমেজ প্রমুখ। ইমামনগর-নয়ানগর ত্রিকান্তী সংঘ ও সাধু যোসেফের সমাজ এতে সহযোগিতা করেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: