টাঙ্গাইলের ঘাটাইলে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২২, ০৮:১৪ পিএম

শফিকুল ইসলাম, ঘাটাইল (টাঙ্গাইল) থেকে: টাঙ্গাইলের ঘাটাইলে পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মুরাইদ চাকপাড়া গ্রামে। নিহত নাম মো. ফারদিন(২), মুরাইদ গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে। জানা যায়, মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বাড়ির মটারের পানি রাখার বালতিতে পড়ে শিশুটি নিহত হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নিহতের চাচাতো ভাই মো. সিহাব উদ্দিন।

সিহাব উদ্দিন জানান, বাড়ির গৃহস্থালিও কাজের জন্য ঘরের কাছেই মটার স্থাপন করা হয়েছে। ঐ মটারের পানিতে বাড়ির সবাই গোসল ও অন্যান্য দৈনন্দিন কাজ করেন। সকাল ১১টার দিকে ফারদিনকে অনেক খোজাখুজি করতে থাকে। কোতাও না পেয়ে নিহতের পরিবার হতাশ হয়ে পড়ে। নিহত ফারদিনের মা খোজাখুজির এক পর্যায়ে মটারের পানি রাখার বালতিতে পরে থাকতে দেখে। তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে ফারদিনের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় গ্রামজুরে শোকের ছায়া নেমে এসেছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: