এবার কি বাড়বে নারী ফুটবলারদের বেতন?

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২২, ০৩:০১ পিএম

ইতিহাস গড়ে দেশের মাটিতে পা রেখেছে সাফ চ্যাম্পিয়নরা। বুধবার বেলা ১টা ৪০ মিনিটের দিকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন নারী ফুটবলারদের বহন করা বিমান। সাবিনা খাতুনরা দেশকে স্বপ্নের ট্রফি উপহার দিলেন। প্রশ্ন উঠেছে এবার কি তাদের সুযোগ সুবিধা বাড়বে?

শুনলে অবাক হবেন নারী ফুটবলারদের মাসিক বেতন কত? জাতীয় দলের ‘এ’ ক্যাটাগরির একজন ফুটবলার পান মাত্র ১২ হাজার টাকা (সম্ভবত অধিনায়ক সাবিনা খাতুন)। বাকি ক্যাটাগরির ফুটবলাররা পান যথাক্রমে ১০ হাজার এবং ৮ হাজার টাকা করে। বর্তমান যুগে এই বেতন কি মানায়? তবে বসুন্ধরা কিংস নারী লিগে অংশ নেওয়ার পর অনেক ফুটবলারই তৃপ্তির ঢেঁকুর তুলছেন।

সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার এবং সানজিদা আক্তাররা প্রায় ৫ লাখ টাকা পারিশ্রমিক পেয়ে থাকেন কিংস থেকে। বাকিরা ৩ কিংবা আড়াই লাখ টাকা। সাফ চ্যাম্পিয়নের পর স্বাভাবিকভাবে ক্লাব ফুটবলে এদের কদর বাড়বে। তবে বাফুফে কি বেতনের পরিমাণ বাড়াবে না? শুধু বেতন নয়, বাফুফের ক্যাম্পে যে সব নারী ফুটবলার থাকেন তাদের থাকার ব্যবস্থা এমনকি খাবারও নাকি উন্নত মানের নয়।

উল্লেখ্য, সোমবার রাতে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপ জেতে বাংলাদেশ। মঙ্গলবার দলের বিশ্রাম ছিল। এ দিন ফুটবলাররা কাঠমান্ডুতে নিজেদের মতো সময় কাটিয়েছেন। আজ তারা দেশে ফিরেছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: