'আইভীকে গুলি করা নিজাম এখন কমিউনিটি পুলিশিংয়ের কর্মকর্তা'

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২২, ০৩:৩৩ পিএম

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি এড. মাহবুবুর রহমান মাসুম বলেছেন, 'নাসিক মেয়র আইভীকে ওই শাহ নিজাম গুলি করেছে৷ সে না কি এখন নেতা হয়েছে৷ তারা এখন কমিউনিটি পুলিশিংয়ের বড় কর্মকর্তা।' গতকাল সন্ধ্যায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বাজেট পেশ সভায় একথা বলেন দৈনিক খবরের পাতার সম্পাদক মাসুম।

হকার ইস্যুকে কেন্দ্র করে আইভী ও সিটি করপোরেশনের কর্মকর্তাসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলার প্রসঙ্গ টেনে মাসুম বলেন, 'ওইদিন ৮-১০ জন হকাএ মুহুর্তের মধ্যে আমাদের ইট মারলো, মাথা ফেটে গেলো। আপনারও (মেয়র আইভী) রক্ত বের হয়েছে৷ তারপর আপনাকে (আইভীকে) হত্যা করার চেষ্টা করেছে৷ ওই শাহ নিজাম ও নিয়াজুল গুলি করেছে৷ তাদের বিরুদ্ধে মামলা নেওয়া হয় না। আমরা চেষ্টা করেছি মামলা করতে৷ উচ্চ আদালতের মামলার তদন্ত চলছে৷'

তিনি আরো বলেন, 'একটি অপশক্তি নারায়ণগঞ্জবাসীকে জিম্মি করে রেখেছে। আমরা এ থেকে মুক্তি চাই৷ আপনি (আইভী) নেতৃত্বের সামনের কাতারে আছেন, এটি সারাজীবন থাকবে যতদিন আপনার সামর্থ্য থাকবে।'

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: