সম্মানী ভাতা বাড়ানোর দাবীতে ইউপি সদস্যদের মানববন্ধন

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২২, ০৩:৫৮ পিএম

পঞ্চগড়ে ইউপি সদস্যদের ভাতা বাড়ানো সহ পাঁচ দফা দাবীতে মানববন্ধন ও স্মারকলীপি প্রদান করেছেন ইউপি সদস্যরা। বুধবার দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঠাকুরগাঁও মহাসড়কে বোদা উপজেলা ইউপি সদস্য ঐক্য পরিষদের আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন করেন উপজেলার সকল ইউপি সদস্যরা। এ সময় বোদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আলম টবি, জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী বিশিস্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হান্নান শেখ, চেয়ারম্যান প্রার্থী এমরান আল আমীন, দেলদার রহমান দিলু ইউপি সদস্যদের দাবীর সাথে একাত্মতা জানিয়ে মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা বলেন, স্থানীয় সরকারকে শক্তিশালী করতে ইউপি সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কিন্তু বর্তমানে ইউপি সদস্যদের যে সম্মানী ভাতা দেয়া হয় তা দিয়ে একজন মানুষ কোনভাবেই তার সংসার চালাতে পারেন না। ইউপি সদস্যরা উপজেলা আইন শৃঙ্খলা সহ অনেক অনুষ্ঠানে থাকতে পারেন না।

অনেক সময় ইউপি সদস্যদের নামে মামলা দায়ের হলে গ্রেফতার হতে হয়। এ বিষয়ে কর্তৃপক্ষের অনুমতি নেয়ার দাবি জানান বক্তারা। মানুষের পা ব্যাথা করলেও ইউপি সদস্যদের ডাকে। কিন্তু সেই সম্মান আমরা রাস্ট্রীয়ভাবে পায়না তারা। মধ্যম আয়ের দেশে পরিনত হচ্ছে বাংলাদেশ কিন্তু আমাদের কোন উন্নয়ন হয় না। দাবী না মানলে দেশব্যাপী আন্দোলন ছড়িয়ে দেওয়ার ঘোষনা দেন বক্তারা।

মানববন্ধনে বোদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আলম টবি, বোদা উপজেলা ইউপি সদস্য ঐক্য পরিষদের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক জাকারিয়া হাবিব সহ ইউপি সদস্যরা বক্তব্য রাখেন। এ সময় ফারুক আলম টবি সাংবাদিকদের জানান যেই দাবীগুলো নিয়ে ইউপি সদস্যরা রাস্তায় নেমেছেন সেই দাবীগুলো যৌক্তিক, কারন তৃনমূল পর্যায়ে একমাত্র ইউপি সদস্যরা জনগণের সাথে সম্পৃক্ত থাকেন। সবার আগে ইউপি সদস্যরা মানুষের সেবায় এগিয়ে আসেন। ভাতা বাড়ানোর জন্য প্রধানমন্ত্রীর দৃস্টি আকর্ষন করেন তিনি। উপজেলার ১০টি ইউনিয়নের ইউপি সদস্যরা সহ সংরক্ষিত নারী সদস্যরা উপস্থিত ছিলেন।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বোদা উপজেলা পরিষদ চত্বরে যান ইউপি সদস্যরা। পরে সেখানে ৫ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি স্থানীয় সরকার মন্ত্রী বরাবরে নির্বাহী কর্মকর্তার কাছে হস্তান্তর করেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: