মামার ঘেরে মাছ চুরি, দেখে ফেলায় পাহারাদারকে হত্যা

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২২, ০৪:২০ পিএম

বাগেরহাটে মামার ঘেরে মাছ চুরি দেখে ফেলায় ঘেরের পাহারাদার আব্দুর রাজ্জাক (৪৫) কে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বেশরগাতী গ্রামে শওকত আলীর ঘেরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে উপজেলার কুচিবগা খাল থেকে স্থানীয়রা ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করেন। শ্বাস রোধে হত্যার পর নিহতের মরদেহ খালে ফেলে দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ। নিহত ব্যক্তি সোমবার রাতে বাড়ি থেকে খাওয়া দাওয়া করে পাহারার জন্য ঘেরে এসেছিলেন।

আব্দুর রাজ্জাক শেখ বিষ্ণুপুর ইউনিয়নের কোয়েখা গ্রামের রুস্তম আলী শেখের ছেলে। মঙ্গলবার রাতে হত্যাকান্ডের সাথে জড়িত ঘের মালিক শওকত আলীর ভাগ্নে আব্দুল্লাহ হাওলাদার (২৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ।মাছ চুরি দেখে ফেলায় ঘেরের পাহারাদারকে আব্দুল্লাহ খুন করেন আব্দুল্লাহ। বুধবার (২১ সেপ্টেম্বর দুপুরে বাগেরহাট মডেল থানায় প্রেস ব্রিফিং এর মাধ্যমে এই তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মাহামুদ হাসান।

তিনি বলেন, আব্দুল্লাহ জাল দিয়ে মাছ চুরির সময় রাজ্জাকের হাতে ধরা পড়ে। তাকে ধরে ঘের মালিকের কাছে নিয়ে আসতে চাইলে সে রাজ্জাককে শ্বাসরোধে হত্যা করে। পরে মরদেহ গুমের উদ্দেশ্যে খালে ভাসিয়ে দেয়। আব্দুল্লাহর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের পূর্বক তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: