আমার কোনো অনুষ্ঠান থাকলেই বিদ্যুৎ চলে যায়: আইভি

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২২, ১০:০৯ পিএম

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বাজেট ঘোষণা অনুষ্ঠানে লোডশেডিংয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সিটি করপোরেশনের সেলিনা হায়াৎ আইভী। ঙ্গলবার (২০ সেপ্টেম্বর) নগরীর আলী আহমেদ চুনকা নগর পাঠাগারে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২০২২-২৩ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়।

এ সময় বাজেট ঘোষণার মূল অনুষ্ঠান শুরু হওয়ার আগে মেয়র বক্তব্য দেওয়া শুরু করলে বিদ্যুৎ চলে যায়। এসময় মেয়র আইভী বলেন, আমার কোনো অনুষ্ঠান থাকলেই বিদ্যুৎ চলে যায়। এটা বার বার কেন আমার অনুষ্ঠানেই হয় আমি জানি না।

এদিকে গত কয়েকদিন যাবৎ নারায়ণগঞ্জে লাগামহীন লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। সিটি করপোরেশনের বাজেট ঘোষণা অনুষ্ঠানেও একই চিত্র দেখা গেল। এ সময় পুরো পাঠাগার অন্ধকার হয়ে পড়ে। প্রায় ১০ থেকে ১৫ মিনিট অন্ধকারে থাকে পাঠাগার। এ সময় বাজেট ঘোষণা থামিয়ে অপেক্ষা করেন মেয়রসহ অন্যরা।

পরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ২০২২-২০১৩ অর্থবছরের রাজস্ব ও উন্নয়নসহ মোট ৫৮৮ কোটি ৬৯ লাখ ১০ হাজার ৬৩৮ টাকার বাজেট ঘোষণা করেছেন।

প্রস্তাবিত বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাতে মোট ৫৮৮ কোটি ৬৯ লাখ ১০ হাজার ৬৩৮ টাকা আয় এবং মোট ৫৫৯ কোটি ৪৫ লাখ ২৬ হাজার ৪৭৯ টাকা ব্যয় ধরা হয়েছে। বছর শেষে ঘোষিত বাজেটে ২৯ কোটি ২৩ লাখ ৮৪ হাজার ১৫৯ টাকা উদ্বৃত্ত থাকবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: