নওগাঁর পত্নীতলায় আগুনে দগ্ধ স্ত্রীর মৃত্য, স্বামীর অবস্থা আশংকাজনক

নওগাঁর পত্নীতলায় রিপন হোসেন (২৪) এবং হালিমা বেগম মিষ্টি (২০) দম্পতি বুধবার দিবাগত রাতে নিজ শয়নকক্ষে আগুনে দগ্ধ হলে চিবিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্ত্রীর মৃত্যু, স্বামীর অবস্থা আশংকাজনক।
জানাগেছে. উপজেলার কমলাবাড়ী আমদাপুর এলাকার আমিনুল ইসলাম এর পুত্র রিপন হোসেন ও হালিমা বেগম মিষ্টি দম্পতি তাদের নিজ শয়নকক্ষে রাতে ঘুমাতে যায়। পরে তাদের চিৎকার ও আগুন দেখে পরিবার ও প্রতিবেশীরা তাদেও উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিলেও আগুনে দগ্ধ দম্পতির অবস্থা আশংকাজনক হওয়ায় রাতেই তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার বেলা আনুঃ ১১টায় স্ত্রী হালিমা বেগমের মৃত্যু হয়। স্বামী রিপন হোসেনর অবস্থা এখোন আশংকাজনক।
রিপনের পরিবার সন্দেহ করছে রিপন দম্পতি রাতে ঘরে শয়নরত অবস্থায় জানালা দিয়ে বাহির থেকে কে বা কারারা শত্রুতামূলক ভাবে তাদের গায়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে গেছে।
এ ব্যাপারে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ্র সাথে যোগাযোগ করা হলে তিনি জানান পত্নীতলা থানা পুলিশ খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে তবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি বলে তিনি জানান।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: