বিদ্যুৎ বিল বকেয়া প্রায় ৩ কোটি, পৌরসভার সকল সংযোগ বিচ্ছিন্ন

বরগুনা পৌরসভার নিকট ওজোপাডিকো ৩ কোটি টাকার বেশি বিদ্যুৎ বিল বকেয়া থাকায় পৌরভবণসহ পৌরসভার সড়ক এবং সকল স্হাপনার বিচ্ছন্ন করা হয়েছে। বুধ ও বৃহস্পতিবার বিশেষ অভিযান চালিয়ে ওজোপাডিকোর ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলীর নেতৃত্বে পৌর ভবন, শহরের বিনোদন কেন্দ্র নাথপট্রি লেক সহ সড়কের সকল বিদ্যূৎ সংযোগ বিচ্ছিন্ন করায় ভোগান্তিতে পড়েছেন নাগরিকরা। পৌরসভার সড়ক গুলোতে বিদ্যূৎ না থাকায় নিরাপত্তাহীনতায় রাতে চলাচল করতে হচ্ছে পথচারীদের।
ওজোপাডিকোর ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী অতি বিশ্বাস বলেন,বকেয়া বিল পরিশোধের জন্য একাধিক নোটিশ পৌরসভাকে দেয়া হয়েছে। মেয়র সাহেবকে মৌখিক ভাবেও বলা হয়েছে, তারা বকেয়া বিল পরিশোধের কোন উদ্দোগ না নেয়ায় মন্রনালয়ের নির্দেশে আমাদের সংযোগ বিচ্ছন্ন করতে হয়েছে।
ওজোপাডিকো সুত্রে জানা গেছে, আগষ্ট-২০২২ পর্যন্ত ২ কোটি ৯৪ লক্ষ টাকা বকেয়া বিল রয়েছে। সেপ্টেম্বরে বেড়ে ৩ কোটি ছাড়িয়ে যাবে।এরমধ্যে ২০১১ সালে ৪০ লক্ষ টাকা বকেয়ে বিল সাবেক মেয়র পরিশোধ করেন।সাবেক মেয়র তার সময়ের ১ কোটি ৮০ লক্ষ টাকার বিল থেকে ৩০ লক্ষ টাকা পরিশোধ করেন।সব মিলিয়ে বর্তমানে ২কোটি ৯৪ লক্ষ টাকা আগষ্ট-২০২২ পর্যন্ত বকেয়া রয়েছে।
বরগুনা পৌর মেয়র আ্যাড়ঃ কামরুল আহসান বলেন, আমি বর্তমানে ঢাকায় মন্রনালয়ে কাজে রয়েছি। বিগত মেয়রের সময়ের বকেয়া বিদ্যূৎ বিলের দায়ও আমাকে নিতে হচ্ছে। আমি দায়িত্ব গ্রহনের পর এ কয় মাসে এতো মোটা অংকের বিল বকেয়া থাকার কথা নয়। আমি এসে আপনাদের বিস্তারিত অবহিত করবো। নাগরিকদের সাময়িক দূর্ভোগের জন্য আমি দুঃখিত।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: