পিতার লাশ বাড়িতে পরিক্ষা হলে পুত্র

ময়মনসিংহের ভালুকায় পিতার লাশ বাড়িতে রেখে দাখিল পরীক্ষা দিচ্ছে পুত্র আবু হানিফ। বৃহস্পতিবার (২২ সেপ্টম্বর) ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আবু হানিফের পিতা মৃত্যু বরণ করেন। একই দিনে সকাল ১১টায় তার দাখিল পরীক্ষা। বাড়িতে পিতার মরদেহ রেখে দাখিল পরীক্ষায় অংশ নিয়েছে সে। শিক্ষার্থী আবু হানিফ উপজেলার বিরুনিয়া বাজার দারুল উলুম দাখিল মাদরাসার ছাত্র। তার পিতা মো. হজরত আলী উপজেলার বিরুনিয়া ইউনিয়নের কাইচান গ্রামের বাসিন্দা ছিলেন।
স্বজনেরা জানান, বৃহস্পতিবার (২২ সেপ্টম্বর) আবু হানিফের বাংলা দ্বিতীয় পত্র পরিক্ষা ছিলো। কয়েক দিন ধরে তার বাবার জ্বর ছিলো। বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যুর পর পিতা হারা আবু হানিফ ভেঙে পড়লেও মা ও বোনদের উৎসাহে ভালুকা ফাজিল মাদরাসা দাখিল পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে আসে সে।
ভালুকা ফাজিল মাদরাসা দাখিল পরীক্ষা কেন্দ্রের হল সুপার মোবাশ্যারুল ইসলাম সবুজ বলেন, পরীক্ষার্থী আবু হানিফের বাবার মৃত্যুর বিষয়টি আমরা অবগত আছি। একহাতে চোখ মুছে ও অন্য হাতে খাতায় লিখতে দেখা গেছে তাকে। আমরা তাকে পরীক্ষা দিতে সান্তনার পাশাপাশি উৎসাহ দিয়েছি।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: