দশটি নারিকেল তেল কোম্পানির লেবেল জব্দ, ব্যবসায়িকে জরিমানা

বাগেরহাট বিসিক শিল্প নগরীতে অবস্থিত ফুলঝুড়ি এন্টারপ্রাইজ নামের একটি নারকেল তেলের কারখানার মালিক মোঃ নুরুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে এ্কই কারখানায় একই তেল আলাদা আলাদা ভাবে বোতলজাত করে বাজারে বিক্রি করার অপরাধে তাকে এ জরিমানা করা হয়। এসময় কারখানাটি থেকে অন্তত দশটি নারিকেল তেল কোম্পানির লেবেল জব্দ করা হয়। লেভেল গুলোকে পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়। সে কারখানায় উৎপাদিত তেল বিভিন্ন ব্রান্ডের দশটি কোম্পানির লেভেল লাগিয়ে আলাদা আলাদা ভাবে বাজারজাত করত।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাগেরহাটের সহকারি পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বিসিকের এক ব্যবসায়ি একই তেল আলাদা আলাদা ভাবে বোতলজাত করে বাজারে বিক্রি করছে। ঘটনার সত্যতা পাওয়ায় তাকে ৫ হাজার টাকা জরিমানা এবং কঠোর ভাবে সতর্ক করা হয়েছে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: