জয়পুরহাটে নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ২

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২২, ০৮:০০ পিএম

মাদক বিরোধী অভিযান চালিয়ে জেলার ক্ষেতলাল থানা পুলিশ বুড়াইল মোড় হতে ২৫০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ক্ষেতলাল থানার উপপরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ক্ষেতলাল পৌরসভার বুড়াইল মোড় হতে বৃহস্পতিবার বিকালে ২৫০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডলসহ মীর শহীদ (৩৬) ও জাহিদুল ইসলাম (৪২) নামে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ক্ষেতলাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানান, জাহাঙ্গীর আলম।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: