দূর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী: পুলিশ সুপার

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২২, ০৯:৩২ পিএম

সাভারে আশুলিয়া থানা পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠানে ঢাকা জেলার পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, দূর্গা-পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মাঠে থাকবে সাদা পোশাকে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় বাহিনীর সবাই প্রস্তুত থাকবে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে আশুলিয়া থানা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান পিপিএম (বার) এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নূর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমিনুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (সাভার সার্কেল), সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাজাহারুল ইসলাম, সহকারী কমিশনার ভুমি (আশুলিয়া সার্কেল) মোঃ আনোয়ার হোসেন।

ঢাকার জেলার পুলিশ সুপার বলেন, শিল্পাঞ্চল সাভার- আশুলিয়ার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের একাধিক সদস্য কাজ করছে। অপরাধীদের আইনের আওতায় এনে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে তৎপর পুলিশ। কারখানায় শ্রমিক-মালিক সম্পর্ক, শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তাসহ সকল ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আশুলিয়া থানার (ওসি) ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ জিয়াউল ইসলাম, ইন্সপেক্টর (অপারেশন্স) আব্দুর রশিদ, ইন্সপেক্টর ( ইন্টেলিজেন্স) জামাল শিকদার, আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন,আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম (চেয়ারম্যান ধামসোনা ইউনিয়ন পরিষদ), ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল লতিফ মন্ডল, সাধারণ সম্পাদক হাজী মতিউর রহমান মতিন,আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী শাহাবুদ্দিন মাদবর, পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান, শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম সুরুজ, আশুলিয়া থানা ছাত্রলীগের সভাপতি ইয়াসির আরাফাত পাপ্পু ও সাধারণ সম্পাদক তানভীর হোসেন সহ আশুলিয়ার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: