ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় দপ্তরীকে ছুরিকাঘাত

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২২, ১০:০৭ পিএম

সিরাজগঞ্জের তাড়াশে বিদ্যালয়ে আসার পথে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় স্কুলের ভিতরে ঢুকে প্রকাশ্যে দপ্তরীর পেটে ছুরিকাঘাত করে আহত করেছে সাফিউল তালুকদার (১৯) নামের এক বখাটে। এ ঘটনায় বখাটে সাফিকে আটক করেছে পুলিশ। আটককৃত সাফিউল উপজেলার বোয়ালিয়া গ্রামের ছেলিম তালুকদারের ছেলে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার জাহাঙ্গীরগাতী, চক-সরাপপুর, বোয়ালিয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আহত সুলতান মাহমুদ বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী। এ ঘটনায় উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হামিদ জানান, প্রায়ই ওই ছাত্রীকে রাস্তায় উত্ত্যক্ত করত বখাটে সাফিউল। আজ আবার ওই ছাত্রীকে স্কুলে আসার পথে উত্ত্যক্ত করে তখন বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী প্রতিবাদ করে।

এতে বখাটে ক্ষীপ্ত হয়ে স্কুলের ভিতরে ঢুকে প্রকাশ্যে দপ্তরীর পেটে ছুরি দিয়ে আঘাত করে। আহত দপ্তরীকে চিকিৎসার জন্য বগুড়া নেয়া হয়েছে। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় ছাত্রীর বাবা বাদি হয়ে মামলা করেছেন। শুক্রবার সকালে অভিযুক্তকে আদালতে প্রেরণ করা হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: